ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান, গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশ ইতালি বিএনপির
মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি, হাসিনা সরকারের পদত্যাগ, নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে সর্বদলীয় অংশগ্রহণে নির্বাচনের দাবিতে বাংলাদেশের গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান গণ মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি।
শুক্রবার আয়োজিত সমাবেশের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের পরিচালনায় সভায় টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মাহিদ সহ ইতালি বিএনপি সহ সভাপতি হাসানুজ্জামান কামরুল, হুমায়ুন কবির, মাসুম বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, আল আমিন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আব্দুল মান্নান হীরা, রোম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহিন কবির, সহ সভাপতি বিল্লাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মামুন বেপারী, পিসা বিএনপির সভাপতি মোঃ আলী জিন্নাহ, সদস্য মোহাম্মদ সামছুল আলম, মোঃ দিদারুল আলম, ইতালি যুব দলের সভাপতি জাকির হোসেন গনি, সাধারণ সম্পাদক ওমর ফারুক, সিনিয়র সহ সভাপতি একে আজাদ, ইতালির স্বেচ্ছাসেবক দলের সভাপতি মনির হোসেন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরাম ইতালির সম্মানিত সদস্য সাব্বির আহমেদ, যুব নেতা বিল্লাল হোসেন, মোস্তাক আহমেদ সহ ইতালি যুবদল, রোম মহানগর বিএনপি, ইতালি স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দরা অবিলম্বে গ্রেফতারকৃত বিএনপি’র শীর্ষ নেতাদের নিঃস্বার্থ মুক্তির আহ্বান জানান।
এসময় টেলিকনফারেন্সে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাইদুর রহমান মাহিদ তিনি বিএনপির সকল সৈনিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ আগামী দিনে দেশে গণতন্ত্র ফিরিয়ে আহ্বান জানান।
শেষে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইতালি বিএনপির নেতাকর্মীদের কাছে থেকে স্বারকলিপি গ্রহন করেন।
Leave a Reply