ইতালীতে বাংলাদেশিদের ব্যবসার আরো প্রসার ঘটাতে হবে-ইরফানুল হক।
ইতালী প্রতিনিধি:ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের প্রাণকেন্দ্র তরপিনাত্তায় “”রোমান মাল্টি মিডিয়া সার্ভিস””নামের একটি প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার যাত্রা শুরু করেছে। এই প্রতিষ্ঠানটি ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রোম দূতাবাসের কাউন্সিলর ইরফানুল হক।
উদ্বোধনী ঘোষণায় তিনি বলেন, ইতালির রাজধানী রোমে বাংলাদেশিরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত। প্রবাসী বাংলাদেশিদের ইতালির মূল ব্যবসার সাথে আরো বেশি সম্পৃক্ত হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখানে বসবাসকারী বাংলাদেশীদের ব্যবসার আরো প্রসার ঘটাতে হবে। সৎ পথে উপার্জনের প্রধান এই মাধ্যমকে কাজে লাগে বাংলাদেশের উন্নয়নে ইতালি প্রবাসীর ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এনটিভির ইতালি প্রতিনিধি মোঃ আফজাল হোসেন রোমান ছাড়াও বাংলাদেশ সমিতি ইতালির সাবেক সভাপতি, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ধুমকেতু সোশ্যাল অর্গানাইজেশনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বৃহত্তর ঢাকা সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর আহম্মেদ, বাংলাদেশ ক্রিড়া সংস্থা ইতালির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ,প্রবীণ সাংবাদিক হাসান মাহমুদ,ইতালি মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নয়না আহম্মেদ,গাজীপুর জেলা সমাজ কল্যাণ সমিতি ইতালির সিনিয়র সহ-সভাপতি সামসুল ইসলাম, মহিলা সংস্থা ইতালির ভারপ্রাপ্ত সভাপতি রোশনারা মুন্নি, বাংলাদেশে খ্রিস্টান মহিলা সমিতির সভাপতি রুপালি গমেজ, বাংলা প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, ইতালি বাংলা প্রেসক্লাবের সভাপতি খান রিপন, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল রহমান, বাংলাদেশ ক্রিড়া সংস্থা ইতালির সাংগঠনিক সম্পাদক মুহিব হাসান, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক মেহনাস তাব্বাসসুম শেলী, রাজু আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর বিশেষ দোয়া ও মুনাজাত করেন T.M.C মসজিদের ইমাম মাওলানা হুমায়ুন রশীদ রাজী। তরপিনাত্তারায় অবস্থিত দিন মোহাম্মদ দিনুর রসই রেস্টুরেন্টের বিপরীত পার্শ্বে ভিয়া Amedeo Cencelli,11 ঠিকানায় অবস্থিত রোমান মাল্টিমিডিয়া সার্ভিস।
Leave a Reply