ইতালিতে নানা উৎসাহ উদ্দীপনায় কোন বিধি নিষেধ ছাড়াই নতুন বছরকে স্বাগত জানান প্রবাসী বাংলাদেশীরা
মিনহাজ হোসেন ইতালি প্রতিনিধি: করোনা পরবর্তী কোনো বিধি নিষেধ ছাড়াই ইতালিতে ঝাঁকজমক পূর্ণভাবে আয়োজিত অনুষ্ঠানে নতুন বৎসরকে স্বাগত জানিয়েছে প্রবাসী বাংলাদেশীরা। তারা ইংরেজি নতুন বছর কে বরণ করে নিয়েছে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে। করোনায় পর্যুদস্ত থাকা দেশটির নাগরিক সহ প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন পর বিধি নিষেধ ছাড়াই একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিয়েছে সব আনন্দ।
দেখা যায় রাজধানী রোম ভেনিস সহ বিভিন্ন এলাকার চত্ত্বর গুলোতে মিউজিক ইভেন্ট সহ ছোট বড় আয়োজনে মিলন মেলার মতো উৎসব আমেজে মাতেন প্রবাসী বাংলাদেশিরা।
এদিকে রোমে বিডি সুপারস্টার ও বাংলা মিউজিক ভেনিসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভেনিস বাংলাদেশ প্রেসক্লাবের আয়োজনে নতুন বছরকে স্বাগত জানিয়ে সকল সাংবাদিকরা মিলে কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়।
ইতালি প্রবাসী পাসপোর্ট ভুক্তভোগীরা দীর্ঘদিনের সমস্যার সমাধান পেয়েছে বিদায়ী বছরে। নতুন বছরে তাদের নিরাপদ জীবন দেশের রেমিটেন্স পাঠানোর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা রাখবে বলে প্রত্যাশা বাংলাদেশি কমিউনিটির।
Leave a Reply