উন্নত বিশ্বে ভাষা- সংস্কৃতির আদান- প্রদানে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা প্যারিসে
ফ্রান্স প্রতিনিধি : ইউরো বাংলা প্রেসক্লাব ফ্রান্সের উদ্যোগে গতকাল সন্ধ্যা ফ্রান্সের রাজধানী প্যারিসে শাহজালাল হল রুমে উন্নত বিশ্বে ভাষা- সংস্কৃতির আদান- প্রদানে আমাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি এটিএন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল হকের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আর টিভি ফ্রান্স প্রতিনিধি তাইজুল ফয়েজ।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটি প্রফেসর অ্যাডভোকেট রাশেদুল ইসলাম, প্রধান আলোচক বাংলাদেশ কমিউনিটি এসোসিয়েশন ফ্রান্সের সভাপতি চৌধুরী সালেহ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স বাংলাদেশ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুব্রত ভট্টাচার্য শুভ, একুশে উদযাপন পরিষদ ফ্রান্সের সদস্য সচিব এমদাদুল হক স্বপন, এ্যাসাইলাম এন্ড ইমিগ্রান্ট সলিউশন সংস্থার পরিচালক ওবায়দ উল্লাহ
কয়েস, লিগাল এইডের সভাপতি এ কে এম আজাদ, ফ্রান্স বাংলাদেশ মানবাধিকার কমিশনের সহ-সভাপতি মাহবুবুল হক কয়েস, হুমায়ুন কবির তারেক।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্মসাধারণ সম্পাদক আলী হোসেন, বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সংগঠনিক সম্পাদক আইটি এক্সপার্ট জাবের আহমদ, নির্বাহী সম্পাদক পরিবেশবাদী সাংবাদিক শেখ এমরান,দৈনিক প্রতিদিনের বাংলাদেশ এর ফ্রান্স প্রতিনিধি আহমদ সাবুল, মাই টিভি ফ্রান্স প্রতিনিধি বাদল পাল, গাজী টিভি ফ্রান্স প্রতিনিধি মিজানুর রহমান, দৈনিক বাংলাদেশের আলো ফ্রান্স প্রতিনিধি কবি সুহেল আহমদ,সিলেট সদর উপজেলা অ্যাসোসিয়েশন ফ্রান্সের সিনি.সহ-সভাপতি বেলাল আহমদ,সাধারণ সম্পাদক ফয়সাল আহমদ, যুবনেতা শাহেদ আহমদ,জাহাঙ্গীর আলম, দিলওয়ার খান। শত প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠে অনুষ্ঠান।
বক্তারা ১৫ ই আগস্ট নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, পরিবারের নিহত সদস্যদের প্রতি ও ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের প্রতি এবং ১৯৫২ সালে ভাষার জন্য যারা শহীদ হয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ভাষা-সংস্কৃতি বিশ্ব দরবারে তুলে ধরার জন্য সরকারের পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের কে উদ্যোগী হতে হবে।
বাংলাদেশি খাবার ও ভাষা -সংস্কৃতির সাথে বিদেশীদের পরিচয় করিয়ে দিতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব।
Leave a Reply