ফ্রান্সসহ ইউরোপের সব কয়টি দেশে শনিবার থেকে শুরুহয়েছে পবিত্র মাহে রমজান।
ফ্রান্সসহ ইউরোপের সব কয়টি দেশে শনিবার থেকে শুরুহয়েছে পবিত্র মাহে রমজান। পবিত্র রমজানকে স্বাগত জানাবে ইউরোপের সবকটি দেশের বসবাসরত অমুসলিমরা (০২ এপ্রিল) শনিবার দীর্ঘ ১১ মাস অপেক্ষার পর প্রথম রোজা পালন করবেন তারা। ফ্রান্সের সবচেয়ে বড় গ্রান্ড মস্ক দূ প্যারিস মসজিদের ফতোয়া কাউন্সিল গতকাল জুমার নামাজের পর জানিয়েছে ইউরোপের দেশগুলোতে রমজানের তারাবির নামাজ শুক্রবার রাতেই শুরু হবে ,আর ভোররাতে খাওয়া হয়েছে সেহরি। শনিবার হবে ১৪৪৩ হিজরি রমজান মাসের প্রথম দিন। ফ্রান্স থেকে আমাদের প্রতিনিধি বদরুল বিন আফরুজ জানান অনেক প্রবাসী রয়েছেন রমজান মাসে তাদের ইফতারের পূর্বেই কর্মস্থলে চলে যেতে হয়। মুসলিমরা রোজা রেখেই কষ্টের কাজ করেন প্রবাসীরা। কর্মের ফাঁকে ইফতারের সময় কোনোরকম খেয়ে রোজা ভাঙতে হয় অনেক প্রবাসীর। প্রবাসীরা বলেন দেশের মতো আত্মতৃপ্তি পাওয়া যায় না প্রবাসের রমজানে বিশেষ করে ইউরোপে। তাই রোজা আসলে দেশের কথা সবচেয়ে বেশি মনে পড়ে। পরিবার-পরিজনদের সাথে ইফতার করার আনন্দ থেকে বঞ্চিত আমরা। পবিত্র এ মাসটি ইসলামের অন্যতম একটি স্তম্ভও। বিশ্ব মুসলিমবাসী প্রতি বছর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র এ মাসটি পালন করে থাকে। ধনী-গরিব নির্বিশেষে সকল শ্রেণি-পেশার মানুষ তাদের সৃষ্টিকর্তার প্রতি অত্যন্ত ধৈর্যের এবং সংযমের সঙ্গে পুরো মাসটি কাটিয়ে থাকেন। মুসলিমরা শাওয়াল মাসের চাঁদ দেখে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের মধ্য দিয়ে রমজানের পুরো মাসের আনন্দ উদযাপন করেন।
Leave a Reply