1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 22, 2025, 7:14 pm

আয়েবার সভাপতি পদে ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদীন এবং মহাসচিব পদে কাজী এনায়েত উল্লাহ পুনঃনির্বাচিত

Reporter Name
  • Update Time : Sunday, October 16, 2022
  • 723 Time View

আয়েবার সভাপতি পদে ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদীন এবং মহাসচিব পদে কাজী এনায়েত উল্লাহ পুনঃনির্বাচিত

প্রাগ(চেক প্রজাতন্ত্র) থেকে ভ্রাম্যমান প্রতিনিধি: দেশটির রাজধানী প্রাগে অনুষ্ঠিত অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন-
আয়বার তৃতীয় গ্র্যান্ড কনভেনশনে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদীন এবং মহাসচিব পদে কাজী এনায়েতুল্লাহ পুনঃনির্বাচিত হয়েছেন। কনভেনশনের শেষ দিন রোববার সন্ধ্যায় আযেবা গঠিত নির্বাচন কমিশনের প্রধান মাহবুবুর রহমান আনুষ্ঠানিকভাবে তাদেরকে বিজয়ী ঘোষণা করেন। এখানে প্রাগের প্রতিনিধিত্বকারী আজহারুল কবির বাবু শুভেচ্ছা বক্তব্য রাখেন।এই সময় সংগঠনের সহ-সভাপতিগণ, অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব কে ফুলের শুভেচ্ছা জানান।
বিজয়ী সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নাল আবেদীন এ সময় সংগঠনকে প্রবাসীদের স্বার্থ রক্ষায় কাজে লাগানোর আহ্বান জানান। নবনির্বাচিত মহাসচিব কাজে এনায়েত উল্লাহ ইউরোপ প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে এই সংগঠন দায়িত্ব পালন করবে উল্লেখ করে বলেন, আমরা প্রবাসী সুরক্ষা আইন প্রণয়নের লক্ষ্যে সরকারের সাথে যোগাযোগ রক্ষা করে যাব। শেষ দিনে সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক স্বপন এর পরিচালনায় ইতালি ফ্রান্স ডেনমার্ক সহ বিভিন্ন দেশের কণ্ঠশিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category