অন্নপূর্ণা পূজা পরিষদ প্যারিস ফ্রান্সের আয়োজনে বৈশাখী উৎসব উদযাপন করা হয়েছে। ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী লাকর্ণব পার্কে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে বৈশাখী উৎসব এক মিলন মেলায় পরিণত হয়। এতে অংশগ্রহণ করেন ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্ম শিশুরা সহ ভিনদেশীরও।
আমাদের ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান।
দুপুর থেকে মঙ্গল যাত্রা দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। বৈশাখীর গানে গানে আনন্দ উল্লাসে মেতেছিল সবাই। শিশুদের মাঝেও ছিল এক বৈশাখীর উৎসব। সংগঠনের সভাপতি রতন চক্রবর্তীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খোকন ঘোষ, এর পরিচালনায়, প্রধান উপদেষ্টা, শ্যামল ভৌমিক এর উপস্থাপনায়, সার্বিক সহযোগিতায় ছিলেন বিষ্ণু বৈষ্ণব, বিজয় সাহা, ঝন্টু সাহা, পাপ্পু সাহা, রানা সাহা, অসীম নাথ বাবুল বণিক, প্রনীল সাহা,রিপন চন্দ্র প্রেম ঘোষ, জয়দেব সাহা, নিমাই দেবনাথ, সুমন সাহা, মিন্টু দেবনাথ প্রমুখ।অনুষ্ঠানে ছিল বাংলাদেশী দেশীয় খাবারের সমারাহ, ছিল পান্তা ইলিশ ফুচকা ঝালমুড়ি সহ নানান দেশীয় খবর। পরে বিকালে মেয়েদের জন্য ছিল বালিশ খেলা বাচ্চাদের জন্য জন্য ছিল ১০০ মিটার দৌর।পরে খেলায় বিজয় দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি গানে গানে মাতিয়ে রেখেছিলেন ফ্রান্সের জনপ্রিয় কণ্ঠশিল্পী সুমা দাস সহ আরো অনেকেই
Leave a Reply