1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 13, 2025, 11:40 pm

সাফ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ অনুষ্ঠিত

মোহাম্মদ হাফিজুর রহমান
  • Update Time : Saturday, November 16, 2024
  • 244 Time View

সলিডারিতে আজি ফ্রান্স (সাফ) কর্তৃক প্রথমবারের মতো সফলভাবে আয়োজিত হয়েছে “Tournoi de Cricket – 2024” টুর্নামেন্ট। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয় ১৬ নভেম্বর সকাল ৮ টা থেকে প্যারিসের অদূরে Bobigny তে I টুর্নামেন্ট ছিলো সম্পূর্ণ বিনামূল্যে I উক্ত আয়োজনে মোট ৮ টি দল অংশগ্রহণ করে।

দলগুলোকে নক আউট পর্ব.. সেমি ফাইনাল এবং ফাইনাল…এই ৩ ধাপে ভাগ করা হয়। … সকল জল্পনা কল্পনা শেষে ৮ দলের হারজিতের মাধ্যমে FC Paris ৩ রানে SDDD কে হারিয়ে টুর্নামেন্টটি জয় করে চ্যাম্পিয়ন হয়I

উপস্তিত ছিলেন ফরাসি এমপি Aly Diaoura, সাফের প্রেসিডেন্ট এনকে নয়ন, সাফের সেক্রেটারি মামুন হাসান, সাফের ইভেন্ট ম্যানেজমেন্ট এর রুমন আহমেদ, সাফের
স্পোর্টস সেক্রেটারি সাহাব উদ্দিন, সাফের কমিউনিকেশন সম্পাদক তাওহীদ আহমেদ, শাহীন আহমেদ এবং তা ছাড়া উপস্তিত ছিলেন ফ্রান্স এ বাংলাদেশের সংবাদ কর্মী এনটিবি এর মামুন, DBC এর ইকবাল, সময় টিভির লুৎফর রহমান বাবু সহ অনেকেই I

বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন ফরাসি এমপি Aly Diaouara ও এনকে নয়ন।

সাফের প্রেসিডেন্ট এনকে নয়ন ধন্যবাদ জানাই ইভেন্ট ম্যানেজমেন্ট এর সম্পাদক জনাব রুমন আহমেদ ও স্পোর্টস সেক্রেটারি সাহাব উদ্দিনকে। তা ছাড়া ধন্যবাদ জানাই সকল দলকে যারা অংশ গ্রহণ করেছেন FC Paris, SDDD Cricket Club, Bengal Tigers, Eleven Wariors, Ayan Cricket Club, Cricket Lovers তা ছাড়া অন্য দুটি দলকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই যারা অনেক দূর থেকে সাফের টুর্নামেন্ট এ এসে অংশ গ্রহন করেছেন Lille Bengal Tigers এবং BD Boys Evreux ক্রিকেট টিমকে।

আর যারা সাফের সাথে বেনওভেল হিসেবে ছিলেন আজকে তাদের কেও অসংখ্য ধন্যবাদ জানাই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category