1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
July 19, 2025, 11:07 pm

স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স’র আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Sunday, June 29, 2025
  • 105 Time View

স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্সের আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়।
প্যারিসের প্লাস দি ফেত এ অনুষ্ঠিত এই উৎসবে ছিল হাজারও প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি।

বৈশাখী শুভযাত্রার মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এমদাদুল হক স্বপনের সভাপতিত্বে যৌথভাবে সঞ্চালনা করেন, সাধারণ সম্পাদক মনসুর আহমদ, সাংস্কৃতিক সম্পাদক আবিদ রহমান এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক রোমানা মনসুর।

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বের শুরুতে ছিল প্যারিসের স্থানীয় বাংলাদেশের শিল্পীদের দলীয় পরিবেশনা।

অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠা বৈশাখী মেলায় বিভিন্ন দেশীয় পন্যের পসরা সাজিয়ে বসেছিলেন বিক্রেতারা।

ক্লোজআপ তারকা লিজা, মৌসুমী আর সাগর বাউলের পরিবেশনা আর প্যারিসের স্থানীয় বাংলাদেশী শিল্পীদের অসাধারণ নৃত্য- কানায় কানায় পরিপূর্ণ “প্লাস দি ফেত” হয়ে উঠেছিল উৎসবমুখর।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ইনু, ফখরুল  আখম সেলিম,  উপদেষ্টা সাত্তার আলী সুমন, উপদেষ্টা সুব্রত ভট্টাচার্য শুভ, সেলিম রেজা ,হোসেন সালাম রহমান, শরিফ আহমেদ, তানজিম হাসান আসমত মাদবর হাবিবুর রহমান
সহ আরো অনেকে ।

অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তিবর্গকে সম্মানিত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category