সেঞ্চুরি হাঁকিয়েই দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ক্লাস শুরু
ইতালি প্রতিনিধি: এই প্রথম ইটালির রাজধানীর রোমে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক মানের স্কুল “দি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে ক্লাস শুরু হয়েছে। শতাধিক ছাত্রছাত্রী নিয়ে স্কুলের যাত্রা শুরু হোক প্রাক্কালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাজী মোঃ জসিম উদ্দিন বলেছেন, ইতালিতে এই প্রথমবারের মতো আন্তর্জাতিক মান সমুন্নত রেখে আমরা স্কুলটি শুরু করেছি। শতাধিক ছাত্রছাত্রী নিয়ে ক্লাস শুরু করতে পারায় সন্তোষ প্রকাশ করেন শিক্ষানুরাগী হাজী জসিম উদ্দিন।
এই স্কুলকে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরিণত করার ঘোষণাও পুনর্ব্যক্ত করেন তিনি।
এই স্কুলের ব্যবস্থাপনার পরিচালক বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব বলেন, আমরা এই স্কুলটিকে সকলের কাছে গ্রহণযোগ্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিণত করতে চাই। এক্ষেত্রে তিনি দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করে বলেন, আমরা আগামী প্রজন্মকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার লক্ষণ এই প্রতিষ্ঠান শুরু করেছি ।
কলেজের অধ্যক্ষ সঞ্জয় কুমার সাহা মনে করেন, সঠিক এবং গুণগতমান ঠিক রেখে শিক্ষা দিতে পারলে প্রবাসে বেড়ে ওঠা আগামী প্রজন্ম প্রকৃত মানুষ হয়ে বের হতে পারবে।
উপাধ্যক্ষ সুজন খান বলেন, আমরা আধুনিক সকল পদ্ধতি ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের শিক্ষা দেবার চেষ্টা করছি। সকল রুটিন এবং তথ্য অনলাইনে পেয়ে যাবে ছাত্রছাত্রী এবং অভিভাবক। এই স্কুলটি আন্তর্জাতিক মানের স্কুল হিসেবেও গণ্য হবে বলো মনে করেন তিনি।
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনো ভর্তির সুযোগ রয়েছে। প্রবাসী বাংলাদেশীদের কথা বিবেচনা করে এই সুযোগ রাখা হয়েছে বলে জানান তারা।
Leave a Reply