শেকরের সন্ধানে এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেকরের সন্ধানে প্যারিস ফ্রান্স এর তৃতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান হয়েছে।
ফ্রান্সের রাজধানী প্যারিসের নিকটবর্তী বাংলাদেশি বিডি কমিউনিটি হলে কয়েকশো প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেকড়ের সন্ধানে প্যারিস ফ্রান্স এর প্রতিষ্ঠাতা সভাপতি জামিল আহমেদ সাহেদ এর সভাপতিত্বে রুপা শর্মা ও মিতালী দেবনাথ এর যৌথ পরিচালনায়,
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরের সকল বাউল সাধকের আত্মার মাগফিরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পাশাপাশি প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের ছেলে মেয়েদের বাংলার সংস্কৃতিকে লালন করতে চিত্রাঙ্গন প্রতিযোগিতা অংশগ্রহণ করেন নতুন প্রজন্মের অনেক শিশুরা।কমিউনিটিতে সক্রিয়ভাবে বিশেষ অবদানের জন্য দশজন কমিউনিটি ব্যক্তিত্ব কে শেকড়ের সন্ধানের পক্ষ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ। সহ-সভাপতি আবুল কাশেম,এস এ শহিদ বার তাহের।
ফয়সাল ইকবাল,আজম খান,
বীর মুক্তিযুদ্ধা জামিরুল ইসলাম মিয়া। অজয় দাস,
সেলিম ওয়াদা শীলু,আলি হোসেন, কামাল মিয়া, শাহ আলম মায়া,সুমা দাস,উবায়দুল্লাহ কয়েস,হোসেন সালাম রহমান,সরুফ ছদিওল,
বি এম সেলিম রেজা,সাথী রানী মজুমদার, জালাল চৌধুরী,জামান সরকার,আকিল ইবরাহীম,দিপক সরকার,মতিউর রহমান,রানা রহমান,দবির মাহমুদ,মাহবুব পাবেল,ফাতেমা খাতুন,নিগার আফরুজা,আক্তার হোসেন,চঞ্চল,সোলায়মান সর্দার,বাদল দেবনাথ,বলরাম রাজ,মাছুম আহমদ
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, প্যারিস বাংলা প্রেসক্লাবের আহ্বায়ক
আবুল কালাম মামুন, সদস্য সচিব রাসেল আহমেদ, সম্মানিত সদস্য শাবুল আহমেদ,বাদল পাল, সহ আরো অনেকেই।
এ সময় স্থানীয় সঙ্গীত শিল্পীরা বাউল গানে গানে পুরো অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছেন
। পরে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করেছেন তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।
Leave a Reply