1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
July 20, 2025, 1:01 pm

রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিন এর সাথে সাক্ষাৎ করেন   কাজী এনায়েত উল্লাহ  ইনু

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Thursday, August 3, 2023
  • 998 Time View


বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ  শাহাবুদ্দিনের সাথে বৈঠক করেন অল ইউরোপিয়ান  বাংলাদেশ এসোসিয়েশন আয়েবার মহাসচিব, World Bangladesh Organization সভাপতি কাজী এনায়েত উল্লাহ  ইনু।এ সময় প্রবাসীদের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। এছাড়া জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে উন্নতি হচ্ছে , এবং গত ১৫ বছরের ভাবমূর্তি তা বিদেশীদের কাছে তেমনভাবে তুলে ধরা হচ্ছে না। তাই প্রবাসীদের মধ্য দিয়ে প্রবাসীরা যেন দেশকে রিপ্রেজেন্ট করতে পারে দেশের উন্নয়ন যেন উপস্থাপন করতে পারে বিদেশিদের কাছে সে বিষয়ে আহ্বান জানান  তিনি। প্রবাসীদের সাথে বাংলাদেশের সরকারের একটি সেতু বন্ধন তৈরি করা এবং বিদেশে প্রবাসী বাংলাদেশিরা যারা  সফল হয়েছেন তাদেরকে নিয়ে একটি সেমিনারের করার আহ্বান জানান। এছাড়া প্রবাসীরা যেন বাংলাদেশে  বিনিয়োগ করতে পারে সে বিষয় সরকারের দৃষ্টি যেন  আসে এই বিষয়ে আলোচনা করা  হয়। এবং প্রবাসীদের সুরক্ষা আইন নিয়ে বিস্তারিত   আলোচনা করা হয়।৷  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category