বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ইতালীর নাপলী দক্ষিণ শাখা।ইতালীর অন্যতম বন্দর নগরী নাপলীর সান জোসেফ শহরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিএনপি‘র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে ইতালীর নাপলী দক্ষিণ শাখা।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত, পরে জাতীয় ও দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশী জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মঞ্জর হোসেন। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নাপলী দক্ষিণ শাখার সাবেক সহ সভাপতি মোস্তফা কামাল বারেক। ইমরান হোসেন লিটন ও শাহাদাত হোসেনের যৌথ পরিচানায় অনেকের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির নাপলী দক্ষিণ শাখার সাবেক সাধারণ সম্পাদক মামুন আলম মাহবুব, সাবেক সহ সভাপতি টিপু মিয়া, স্বেচ্ছাসেবক দল ইতালী দক্ষিণের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান, বিএনপির নাপলী দক্ষিনের সাবেক সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, এক নম্বর সদস্য মাজহারুল হক জয়, এবং মোর্সেদ আলম, পলাশ কবিরাজ, জাবেদ হোসেন, লিটন খান, রুবেল আহমেদ, সোহেল, বেপারী, জোনায়েত, সহ আরো অনেকে।
বক্তারা আলোচনায় শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ ও বিভিন্ন ক্ষেত্রে সফলতার কথা তুলেন ধরেন। তারা আরো বলেন, দেশের বর্তমান বেহাল দশা থেকে দেশকে রক্ষা করতে তারেক রহমানই একমাত্র ভরসা। তাই আগামী নির্বাচনে তারেক রহমানকে দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসাতে দেশ বিদেশের সকল ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।
বক্তারা বলেন, বিএনপির ভাবমূর্তী ক্ষুন্ন করতে একটি চক্র প্রকাশ্যে অপ্রকাশ্যে বিভিন্ন ধরনের খুন, লুটপাট, ভাংচুর সহ নানা ধরনের অপকর্ম চালিয়ে যাচ্ছে।
সভায় বক্তারা তারেক রহমানের দেয়া ৩১ দফা দাবী বাস্তবায়নের জোর দাবী জানান। তারা আরো বলেন দেশের যে পরিস্থিতি এবং দেশকে ও দেশের মানুষকে স্বস্থি দিতে ৩১ দফা দাবী বাস্তবায়ন অত্যন্ত জরুরী। তারা বলেন দেশের হাল ধরতে তারেক রহমানই বর্তমানে একমাত্র ভরসা। তাই আগামী নির্বাচনে তারেক রহমানকে দেশের সর্বোচ্চ ক্ষমতার চেয়ারে বসাতে দেশ বিদেশের সকল ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে জাতীয়তাবাদী আদর্শের নেতা কর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ আরাফত রহমান কোকো ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় বিশেষ দোয়া করা হয়।
সব শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাঁটা হয় । অনুষ্ঠানে আশ পাশের বিভিন্ন শহর থেকে দলীয় নেতা কর্মীরা অংশ গ্রহন করেন অনুষ্ঠানে।
Leave a Reply