প্যারিসের রিপাবলিক চত্বরে সম্মিলিতভাবে পালিত হতে যাচ্ছে একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠান। প্যারিসের সকল সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন আনুষ্ঠানিকভাবে ঐক্যমত্যের ভিত্তিতে মহান একুশে ফেব্রুয়ারি এক মঞ্চে পালনের সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি যারা প্যারিসের বাংলাদেশি কম্যুনিটিকে বিভক্ত করার চেষ্টা করছে তাদেরও সকল বিভেদ ভুলে এক মঞ্চে মহান একুশে ফেব্রুয়ারি পালনের আহ্বান জানানো হয়েছে।
স্থানীয় সময় গতকাল রবিবার প্যারিসের ক্যাথসীমায় সম্মিলিত একুশ উদযাপন পরিষদের এক আলোচনা সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফ্রান্স প্রবাসী বাংলাদেশি কম্যুনিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে সভায় বক্তারা বলেন, এ মুহুর্তে আমাদের সকলের ঐক্য দরকার। একুশের মতো একটি জাতীয় দিবসে সকলে এক মঞ্চে দাঁড়িয়ে ভাষা শহীদদের সম্মান প্রদর্শনের মাধ্যমে এ বিভক্তি দূর করা সম্ভব।
সভায় বক্তারা আগামী ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার ঐতিহাসিক রিপাবীরক চত্বরে বিকেল দুই টায় সম্মিলিতভাবে একুশে ফেব্রুয়ারি পালনের বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন। সভায় প্যারিসের বাংলাদেশি কম্যুনিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিউনিটি ব্যক্তিত্ব মোতালেব খানের সভাপতিত্বে এ সভা যৌথভাবে পরিচালনা করেন ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জি ও স্বরলিপি সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক শাকিল সরকার।
Leave a Reply