1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
October 15, 2025, 10:16 pm

আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা

ডেস্ক রিপোর্ট
  • Update Time : Wednesday, October 15, 2025
  • 17 Time View

ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা

শিল্প, সাহিত্য ও সংস্কৃতির তীর্থভূমি ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফরাসি নাগরিক, লেখক, রাজনীতিবিদ ও সমাজকর্মী খিয়াং নয়ন রচিত দ্বিভাষিক গ্রন্থ “আশা এবং আমার সংগ্রাম — Espoir et mon Combat” এর মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান।

অভিবাসী বিষয়ক সামাজিক সংগঠন সলিডারিতে আজি ফ্রান্স (SAF)-এর উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বর সংলগ্ন ‘বুজ দ্য থ্যাবাই’ হলে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

আয়োজিত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও আলোচক ছিলেন— ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনো, প্যারিস ১৮-এর ডেপুটি মেয়র আনজুমান সিসিকো, ফরাসি সামাজিক এসোসিয়েশন সিমাদ ইল দ্য ফ্রঁসের সেক্রেটারি মারি ফ্রঁস, ফেদেরল গ্লোবাল কোম্পানির অবসরপ্রাপ্ত কারিগরি সহকারী মনিক ভেরে, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসনাত জাহান, ফরাসি অভিবাসন ও একীকরণ দপ্তর (অফি)’র অডিট অফিসার লিন্ডা মেরী সরকার, কবি ও লেখক আবু জুবায়ের, ফরাসি গণমাধ্যম ‘আলথেখস মিডিয়ার প্রকাশক ও প্রধান সম্পাদক দিদিয়ে রাসিনে, “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের লেখক ও সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র প্রেসিডেন্ট খিয়াং নয়ন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে লেখকের মানবিক চেতনা, সামাজিক অঙ্গীকার ও অভিবাসী জীবনের সংগ্রামী বাস্তবতাকে তুলে ধরার সাহসিকতার প্রশংসা করেন। তারা বলেন, ‘এই প্রকাশনা কেবল একটি বই নয়; এটি আশার, সংগ্রামের এবং ভবিষ্যতের নতুন সম্ভাবনার প্রতীক। বইটি ফরাসি-বাংলা দুই সংস্কৃতির মেলবন্ধনে এক অনন্য সাহিত্যিক দৃষ্টান্ত হয়ে থাকবে।’

সাংবাদিক আশিক আহমেদ উল্লাস ও সাফ’র প্রশাসনিক সম্পাদক তাওহিদা আনজুম নাফিসা’র যৌথ সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাফ’র স্পোর্টস সেক্রেটারি শাহীন আহমেদ।

নিজের বই সম্পর্কে অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক খিয়াং নয়ন বলেন—
“আশা এবং আমার সংগ্রাম— Espoir et mon Combat” কেবল একটি নারীর জীবনের গল্প নয়; এটি প্রতিটি অভিবাসীর লড়াই, তাদের আত্মমর্যাদা এবং আশার প্রতীক। এই বই অভিবাসী সমাজের বাস্তবতা, রাজনৈতিক চেতনা এবং মানবিক শক্তির এক ব্যক্তিগত ও সামাজিক যাত্রার দলিল।”

লেখকের এ গ্রন্থটি তাঁর দ্বিতীয় প্রকাশনা। এর আগে ২০২৪ সালের জুনে প্রকাশিত হয় তাঁর প্রথম বই “জীবনের ছাপ”।

বইটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করেন লেখক খিয়াং নয়নসহ অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে ফরাসি মঞ্চ অভিনেতা সোয়েব মোজাম্মেল বাংলা ভাষায় লেখকের জীবনী পাঠ করেন এবং ফরাসি ভাষায় পরিচিতি উপস্থাপন করেন ফ্রান্সের পুল এলওয়া বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক উত্তীর্ণ শিক্ষার্থী কৌশিক ওয়াসিফ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন,
ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য বেরনজে সেরনোর সহকারী ইশাম, কবি ও ছড়াকার লোকমান আহম্মদ আপন,
বিকশিত নারী সংঘের সভাপতি সৈয়দা তৌফিকা সাহেদ, মাই টিভির ফ্রান্স প্রতিনিধি বাদল পাল। এছাড়া লেখকের প্রকাশিত গ্রন্থ থেকে পাঠ করেন সাংবাদিক ও আবৃত্তি সংগঠক আবু বকর আল আমিন, কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী সাইফুল ইসলাম।
বাংলাদেশ ও ফ্রান্স— দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন হয়ে ওঠে কবি-লেখক, সাংবাদিক-সাংস্কৃতিক ও বাচিকশিল্পীদের এক অনন্য মিলনমেলা।

আলোচনা পরবর্তী সাংস্কৃতিক পর্বে প্যারিসের জনপ্রিয় শিল্পী মৌসুমী চক্রবর্তী, ইশরাত ফ্লোরা ও জয়ীতা বড়ুয়া মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন। এছাড়াও বিকশিত নারী সংঘ-এর পক্ষ থেকে লেখক খিয়াং নয়নকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে ফ্রান্স ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী জয়িতা বড়ুয়া, নবনীতা বড়ুয়া, ভূমি চন্দ, সেঁজুতি তালুকদার, শ্রেষ্ঠানী তালুকদার, নবকুমার বড়ুয়া ও শুভমিতা আনা ভট্টাচার্য।
সভার সমাপনী বক্তব্য রাখেন, সাফ’র কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাওহিদ আহমেদ।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন সাফ’র
সাধারণ সম্পাদক মামুন হাসান রুবেল,
ইভেন্ট ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক রুমন আহমদ, কমিউনিকেশন বিষয়ক সম্পাদক তাসনিয়া আনজুম, ক্রীড়া সম্পাদক শিহাব উদ্দিন, সদস্য সালাউদ্দিন ইরান, জাহেদ আহমেদ ও ইকবাল দেওয়ান রকি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category