1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
December 26, 2024, 3:38 pm

ভেনিসের কমিউনিটি ব্যাক্তিত্ব প্রিন্স হাওলাদার রোমে আগমনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত

Reporter Name
  • Update Time : Thursday, July 7, 2022
  • 949 Time View

ভেনিসের কমিউনিটি ব্যাক্তিত্ব প্রিন্স হাওলাদার রোমে আগমনে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত

ইতালি প্রবাসী ভেনিস কমিউনিটির অন্যতম নেতা প্রিন্স হাওলাদার অফিসিয়াল কাজে রোমে আসলে রোমের মূলধরার সাংবাদিকদের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন। এসময় এন টিভি ইতালি বূরো প্রধান আফজাল হোসেন রোমান ও চ্যানেল এস প্রতিনিধি মিনহাজ হোসেন আগত অতিথি প্রিন্স হালাদার কে স্বাগত ও অব্যর্থনা জানান।

সংক্ষিপ্ত আলোচনায় প্রিন্স হাওলাদার ইতালির সাংবাদিকদের ভূয়সি প্রশংসা করে বলেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে দেশের উন্নয়নে আপনারা ভূমিকা রাখতে পারেন। এবং তিনি আরো বলেন প্রবাসীদের সুখ-দুঃখের কথা আপনারা তুলে ধরবেন। তিনি প্রবাসীদের নানা সমস্যার কথা তুলে ধরার আহ্বান জানান সাংবাদিকদের প্রতি। জানা যায় আজ রাতেই তিনি রোম থেকে ভেনিসের উদ্দেশ্যে রওনা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category