1. rasel1391992@gmail.com : Rasel Ahmed : Rasel Ahmed
  2. wadminw@wordpress.com : wadminw : wadminw
January 2, 2025, 9:16 pm

ট্রান্সফর্মিং এডুকেশন প্রাক-শীর্ষ সম্মেলনে ঐক্যের ডাক বাংলাদেশের।

Reporter Name
  • Update Time : Sunday, July 3, 2022
  • 844 Time View

উচ্চ পর্যায়ের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া শিক্ষাখাতে বৈশ্বিক পরিবর্তন সম্ভব নয়’ বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে ট্রান্সফর্মিং এডুকেশন প্রাক–শীর্ষ সম্মেলনের উচ্চ-পর্যায়ের কমিটির সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী অন্যান্য বিশ্ব নেতাদের আহ্বান করে বলেন, শিক্ষাখাতে টেকসই উন্নয়ন তখনই সম্ভব হবে যখন আমাদের বৈশ্বিক দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার থাকবে। এজন্য তিনি উপস্থিত সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

ডা. দীপু মনি শিক্ষাবিষয়ক উচ্চ-পর্যায়ের স্টিয়ারিং কমিটির লিডারস গ্রুপ সদস্য হিসেবে এই অনুষ্ঠানে অংশ নেন। যা বিশ্বব্যাপী শিক্ষাখাতের সর্বোচ্চ আন্তঃরাষ্ট্রীয় নীতি-নির্ধারণী পরিষদ। বিশ্বের ছয়টি ভৌগোলিক অঞ্চলের ১২ জন শিক্ষামন্ত্রী এই গ্রুপের সদস্য।

উচ্চ পর্যায়ের এই বৈঠকে সিয়েরা লিওন প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা বায়ো ও ইউনেস্কোর মহাপরিচালক অদ্রে আজোলে, কমিটির যৌথ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন।

সভা শেষে উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজ একটি ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষাকে রূপান্তরের জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইথিওপিয়ার রাষ্ট্রপতি সাহলে-ওয়ার্ক জিউডে ও সিয়েরা লিওনের রাষ্ট্রপতি জুলিয়াস মাদা-বায়োসহ ইউনেস্কো সদস্য রাষ্ট্রসমূহের শতাধিক মন্ত্রী এ সভার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন।

দিনের দ্বিতীয় ভাগে বাংলাদেশের শিক্ষামন্ত্রী শিক্ষা রূপান্তর বিষয়ক একটি প্লেনারি অধিবেশনে অন্যতম বক্তা হিসেবে যোগ দেন। আর্জেন্টিনা, লাটভিয়া ও চিলির শিক্ষামন্ত্রীসহ এ খাতের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনাকালে মন্ত্রী একটি প্রযুক্তিনির্ভর ও সাশ্রয়ী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মাণের দূরদর্শী পদক্ষেপের কথা তুলে ধরেন। এটিকে শিক্ষাখাতে দুর্যোগ মোকাবিলার একটি আদর্শ মডেল হিসেবে উল্লেখ করেন।

প্যারিসের প্রাক-শীর্ষ সম্মেলন শেষে একটি জরুরি কল ফর অ্যাকশন গৃহীত হওয়ার সম্ভাবনা রয়েছে, যা আগামী সেপ্টেম্বরে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য মূল শীর্ষ সম্মেলনে একটি গুরুত্বপূর্ণ কার্যপত্র হিসেবে বিবেচিত হবে।

২০১৫ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত টেকসই উন্নয়ন অভীষ্টের শিক্ষা সংক্রান্ত লক্ষ্যমাত্রা বাস্তবায়নের সমন্বয়কারী সংস্থা হিসেবে ইউনেস্কো এই প্রাক শীর্ষ সম্মেলন আয়োজন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category